রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজ

পানিউমদা, নবীগঞ্জ, হবিগঞ্জ

রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজটি হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানার অন্তর্গত ১৩নং পানিউমদা ইউনিয়নের রাগীবনগর ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প সাহিত্যের পৃষ্টপোষক, দানবীর ড. রাগীব আলীর অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে। 
 
ভূমির পরিমাণ : ৮.৬১ (আট একর একষট্টি শতাংশ)
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি :
মেজর (অব:) শায়েখুল হক চৌধুরী - সভাপতি
জনাব ইজাজুর রহমান - দাতা সদস্য
জনাব তোবারক আলী তালুকদার - অভিভাবক সদস্য
জনাব গোলাম নবী তালুকদার - অভিভাবক সদস্য
জনাব আক্তার মিয়া - অভিভাবক সদস্য
জনাব আবুল খায়ের - শিক্ষানুরাগী সদস্য
রাহেলা আক্তার চৌধুরী, প্রভাষক - শিক্ষিকা প্রতিনিধি
জনাব আবুল কালাম আজাদ, প্রভাষক - শিক্ষক প্রতিনিধি
জনাব মিজানুর রহমান, সহকারী শিক্ষক - শিক্ষক প্রতিনিধি
জনাব মো: এনামুল হক, অধ্যক্ষ - সদস্য সচিব
 
গ্রন্থাগার : বিদ্যালয়ে পর্যাপ্ত বইসহ একটি লাইব্রেরী রয়েছে।
 
সুযোগ-সুবিধা:
১। দরিদ্র তহবিল থেকে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
২। দরিদ্র ছাত্রছাত্রীদের বিনা/ অর্ধ বেতনে লেখাপড়ার সুযোগ-সুবিধা দেওয়া হয়।
৩। প্রতি বছর নিয়মিত বৃক্ষরোপণ করা হয়।
৪।  প্রতি মাসে শিক্ষক, অভিভাবক ও গভর্ণিং বডির সদস্যদের সমন্বয়ে আলোচনা সভা।
৫।  নিয়মিত মূল্যায়ন পরীক্ষা গ্রহণ।
৬।  নিরক্ষরতা দূরীকরণ, যৌতুক বিরোধী আন্দোলন, মাদকাসক্তি রোধ, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন জনসচেতনতামূলক সেমিনার ও প্রচারাভিযান চালানো হয়।
৭।  রাজনীতি ও ধুমপান মুক্ত লেখাপড়ার পরিবেশ।
৮। এ প্রতিষ্ঠানে পাঠ্যক্রমিক বিষয়াদি ছাড়াও সহপাঠ্য ক্রমিক বিষয়েও অত্যন্ত  গুরুত্ব দেয়া হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, নবীন বরণ, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, রবীন্দ্র  জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহান একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।  
 
 
ছাত্রছাত্রী : ২২৪০ জন
 
শিক্ষকমণ্ডলী : ৪০ জন
 
অর্জন : ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় ২১টি অ+ সহ ৮৭% উত্তীর্ণ যা হবিগঞ্জ জেলায় ২য় অবস্থান।
ওয়েবসাইটঃ http://rrubc.org/