জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল

সিলেট

সংক্ষিপ্ত ইতিহাস : 
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিল্প-সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট চা-শিল্প উদ্যোক্তা, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষানুরাগী ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক দানবীর ড. রাগীব আলীর দীর্ঘ দিনের লালিত স্বপ্নের সার্থক ফসল। তাঁর সুযোগ্য সহধর্মিণী মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরী সহ-প্রতিষ্ঠাতা হিসাবে প্রতিষ্ঠানটি স্থাপনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন। মূলত: উন্নত ও নৈতিক জ্ঞানসম্পন্ন এবং সর্বোত্তম পেশাদারিত্ব সম্পন্ন দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। 
 
এক নজরে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল :
স্থাপনকাল : ১৯৯৫
প্রতিষ্ঠাতা : দানবীর ড. রাগীব আলী
মালিকানাত্ত্ব : রাগীব-রাবেয়া ফাউন্ডেশন
প্রদেয় ডিগ্রী : এমবিবিএস
পাঠক্রম : বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত 
শিক্ষা বছর : জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত
ক্লাসের সময় : সকাল ৭:০০ হতে দুপুর ২:০০ পর্যন্ত
সরকারি অনুমোদন : বাংলাদেশ সরকার কর্তৃক স্থায়ী অনুমোদন প্রাপ্ত
বিএম ও ডিসি এর স্বীকৃতি : বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত 
অধিভুক্তি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অধিভুক্ত 
তালিকাভুক্তি :
১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক প্রকাশিত (www.avicenna.ku.dk/database.medicine) মেডিকেল কলেজের তালিকায় তালিকাভুক্ত। 
২। IMED-কলেজটিকে আন্তর্জাতিক মেডিকেল শিক্ষা স্তরে তালিকাভুক্ত করেছে। 
৩। IIME- কলেজটিকে আন্তর্জাতিক চিকিৎসা শিক্ষার একটি প্রতিষ্ঠান হিসাবে তালিকাভুক্ত করেছে। 
 
স্নাতকোত্তর ট্রেনিং এর স্বীকৃতি :
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স নিম্নলিখিত বিভাগ সমূহে হাসপাতালে স্নাতকোত্তর ট্রেনিং স্বীকৃতি প্রদান করে :
(১) মেডিসিন (২) সার্জারী (৩) অবস ও গাইনী (৪) পেডিয়াট্রিক্স (৫) অফথালমোলজি (৬) অটোলারিংগোলজি (৭) সাইকিয়াট্টিক (৮) প্যাথলজি (৯) অর্থোপেডিক (১০) পেডিয়াট্রিক  সার্জারী (১১) ফিজিক্যাল মেডিসিন এবং (১২) ডার্মাটোলজি। 
 
কলেজ কর্তৃপক্ষ : কলেজ ও হাসপাতালের সকল প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের প্রধান নির্বাহী হবেন কলেজের অধ্যক্ষ। 
 
পরিচালনা বোর্ড : পরিচালনা বোর্ড কলেজের সকল কার্যক্রমের সর্বোচ্চ কর্তৃপক্ষ। 
 
গঠনতন্ত্র :
১। সভাপতি : দানবীর ড. রাগীব আলী, প্রতিষ্ঠাতা ও দাতা, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট। 
২। অধ্যক্ষ ও সদস্য সচিব : মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম, অধ্যক্ষ ও সার্জারী বিভাগের অধ্যাপক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট। 
 
সদস্যবৃন্দ :
৩। শিক্ষক প্রতিনিধি : (০২)
(ক) অধ্যাপক এ.টি.এম.এ জলিল, ভাইস প্রিন্সিপাল ও প্রফেসর অব মেডিসিন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট। এবং যুগ্ম সচিব।
(খ) অধ্যাপক মোঃ আবেদ হোসেন, বিভাগীয় প্রধান, প্যাথলজি বিভাগ এবং পরিচালক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট। 
৪। অভিভাবক প্রতিনিধি : (০৪)
(ক) অধ্যাপক সাইরাস সাকিবা, ৪/২, বড়বাজার, আম্বরখানা, সিলেট। 
(খ) অধ্যাপক মোঃ রফিকুল হক, অর্নব-২, মিরের ময়দান, সিলেট।
(গ) জনাব মোঃ আব্দুল হান্নান, প্রযত্নে : মরহুম হাজী মনোহর আলী, রাগীবনগর, সিলেট।
(ঘ) মিসেস খোদেজা আখতার চৌধুরী, দিগন্ত-১৩, রায় হোসেন, আম্বরখানা, সিলেট।
৫। প্রতিষ্ঠাতা মনোনীত ব্যক্তি : জনাব আব্দুল হাই, রাগীবনগর, সিলেট।
৬। দাতা প্রতিনিধি : মিসেস রেজিনা কাদির, স্বামী: জনাব আব্দুল কাদির, রাগীবনগর, সিলেট।
৭। শিক্ষানুরাগী : (০৪)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি (০২)
(ক) অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, পদার্থ বিদ্যা বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
(খ) অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, অর্থনীতি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। 
(গ) প্রতিনিধি DGHS: সহকারী পরিচালক, DGHS, ঢাকা।
(ঘ) প্রতিনিধি BSMMU: প্রফেসর সৈয়দ সিরাজুল করিম,  প্রফেসর এবং চেয়ারম্যান সার্জারি বিভাগ, BSMMU, ঢাকা।
৮। MOH এবং FW প্রতিনিধি : অধ্যক্ষ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।
 
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন, বোর্ড অব ট্রাস্টির তালিকা :
ড. রাগীব আলী - সভাপতি
জনাব আব্দুল হাই - জৈষ্ঠ্য সহ-সভাপতি
মিসেস রেজিনা কাদির- সহ-সভাপতি
মিসেস সাদিকা জান্নাত চৌধুরী - সদস্য
জনাব রাফে হাই -  সদস্য
জনাব আব্দুল কাদির  - সদস্য
জনাব আব্দুল হান্নান -  সদস্য
 
মেডিকেল কলেজের ওয়েবসাইটের ঠিকানা :