১৯৯৮
দানবীর ড. রাগীব আলী এবং মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে গৃহীত পদক্ষেপ সমুহের বাস্তবায়নের জন্য ১৯৯৮ সালের ৬মে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।
দানবীর ড. রাগীব আলী কর্তৃক প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট (স্থাাপিত-১৯৯৫), রাবেয়া খাতুন মা ও শিশুকল্যাণ কেন্দ্র, রাগীবনগর, সিলেট (স্থাপিত-১৯৭৬), রাবেয়া বানু জেনারেল হাসপাতাল, রাগীবনগর, সিলেট (স্থাপিত-১৯৯৪), রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ, রাগীবনগর, সিলেট (স্থাপিত-১৯৯৪), রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজ, পানিউমদা, রাগীবনগর, নবীগঞ্জ, হবিগঞ্জ (স্থাপিত-১৯৯১),রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজ, লামাকাজী, বিশ্বনাথ, সিলেট (স্থাপিত-১৯৯৪), হাজী রাশীদ আলী হাইস্কুল, দক্ষিণ সুরমা, সিলেট (স্থাপিত-১৯৭১), রাগীব-মজিব হাইস্কুল, নারায়নডহর, পূর্বধলা, নেত্রকোনা (স্থাপিত-১৯৯৫),রাগীব আলী রেজিঃ প্রাইমারী স্কুল, রঘুপুর, বিশ্বনাথ, সিলেট (স্থাপিত-১৯৮১), রাগীব-রাবেয়া ফুলকুঁড়ি প্রাইমারী স্কুল, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি (স্থাপিত-১৯৯৭), জামেয়া ইসলামিয়া রাগীবিয়া, পাঠানটুলা, সিলেট (স্থাপিত-১৯৯০) ইত্যাদি সমূদয় প্রতিষ্ঠানকে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের অধীনে ন্যস্ত করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও জনসাধারণের কল্যাণে প্রতিষ্ঠিত রাগীব আলী কল্যাণ ট্রাস্ট, মধুবন, সিলেট (প্রতিষ্ঠাকাল-১৯৮৮), রাবেয়া খাতুন চৌধুরী কল্যাণ ট্রাস্ট, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়, কামালবাজার, সিলেট (প্রতিষ্ঠাকাল-১৯৯২), রাবেয়া বানু কল্যাণ ট্রাস্ট, রাগীব আলী রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট (প্রতিষ্ঠাকাল-১৯৯২), রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাস্ট, কামালবাজার যুব ফোরাম, কামালবাজার, সিলেট (প্রতিষ্ঠাকাল-১৯৯৬), রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাস্ট, গৌরীপুর যুব উন্নয়ন সংস্থা, টুকেরবাজার, সিলেট (প্রতিষ্ঠাকাল-১৯৯৬), শহীদ শওকত নেওয়াজ মেমোরিয়াল ট্রাস্ট, মালনীছড়া চা বাগান, সিলেট সদর, সিলেট (প্রতিষ্ঠাকাল-১৯৯৬) ইত্যাদি সমদূয় ট্রাস্ট রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের অধীনে ন্যস্ত হয়।
দানবীর ড. রাগীব আলী এবং কুষ্টিয়া জেলার জনাব হাসান আলী শেখ এর যৌথ প্রয়াসে কুষ্টিয়া জেলার কুমারখালীতে প্রতিষ্ঠা করা হয় ‘রাগীব-হাসান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’।
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে এবং জীবিত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ণের লক্ষ্যে ২৪ জুন ১৯৯৮ তারিখে ‘সিলেট মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়।