রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ

আরআরডিসি

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে লালিত দুটি পাতা একটি কুঁড়ির দেশ। হজরত শাহজালাল (রহ.) ও তিনশত ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত বাংলার আধ্যাত্মিক  রাজধানী সিলেট শহরের উপকণ্ঠে সুরমা-বাসিয়ার পলি বিধৌত কামালবাজার এলাকার কৃতি সন্তান নিঃস্বার্থ ত্যাগের কিংবদন্তি মানবকল্যাণে নিবেদিত প্রাণ দানবীর ড. সৈয়দ রাগীব আলী ও তাঁর সহধর্মিণী মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর যৌথ উদ্যোগে নিজস্ব অর্থানুক‚ল্যে প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে ইতোমধ্যে সর্বমহলে পরিচিত লাভ করেছে। ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে। ছাত্রছাত্রীরা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়ে কলেজের সুনাম বৃদ্ধি করেছে। 
সিলেট শহর থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাসিয়া নদীর তীরে এক অনিন্দ্য গ্রামীণ সৌন্দর্যে কোলাহল ও রাজনীতিমুক্ত পরিবেশে রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ অবস্থিত। কলেজের ভূমির পরিমাণ ৩.১৭ একর। এই কলেজে রয়েছে পদার্থ, রসায়ন ও জীববিদ্যার জন্য পৃথক ও অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ গবেষণাগার।
এতে রয়েছে তিন হাজার গ্রন্থসমৃদ্ধ সুপরিসর লাইব্রেরি। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে বই আদান-প্রদান ছাড়াও লাইব্রেরিতে বসে গবেষণা করার জন্য রয়েছে সুব্যবস্থা। কলেজে বর্তমান অধ্যয়নরত মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬০০ জনেরও অধিক।
শহরতলীর নৈস্বর্গিক প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত আলোকিত বিদ্যাপীঠ রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ নতুন শতাব্দীর জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে ছাত্রছাত্রীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সুনামের সাথে সাফল্যের সিঁড়ি অতিক্রম করে চলেছে।