লিডিং ইউনিভার্সিটি

এলইউ

লিডিং ইউনিভার্সিটি সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০১ সালে প্রতিষ্ঠা করা হয়। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, দানবীর ড. সৈয়দ রাগীব আলী ও তাঁর স্ত্রী মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী সম্মিলিত প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠা করা হয়। শুরুতে সিলেট শহরের প্রাণকেন্দ্র মধুবন সুপার মার্কেটের (পঞ্চম তলায়) এটি যাত্রা শুরু করে। পরে ছাত্র সংকুলান না হওয়ায় সুরমা টাওয়ার ও রংমহল টাওয়ারে এর ক্যাম্পাস বর্ধিত করা হয়। পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটিকে এর স্থায়ী ক্যাম্পাস রাগীবনগর, দক্ষিণ সুরমা, সিলেটে স্থানান্তরিত করা হয়। বর্তমানে এটি সিলেটের একটি স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়। নিজস্ব ক্যাম্পাসে সুবিন্যস্ত লিডিং ইউনিভার্সিটি উচ্চশিক্ষার জন্য সিলেটের একটি আদর্শ বিদ্যাপীঠ।