সাধারণ বৃত্তি
দানবীর ড. সৈয়দ রাগীব আলী প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। অসচ্ছল গরিব ও অসহায় বাবা-মায়ের মেধাবী ও প্রতিভাবান সন্তান যারা দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। কিন্তু টাকাপয়সার অভাবে পড়ালেখা করতে পারছে না। এমন ছাত্রছাত্রীদের পড়ালেখার অনিশ্চিত পথকে সুগম করতে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এককালীন ও মাসিক হারে বৃত্তি প্রদান করে আসছে। মেধাভিত্তিক এ বৃত্তি প্রাপ্তির মাণদণ্ড রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত।