রাগীব-রাবেয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

মধুবন, সিলেট

২০১৪ সালে সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫ম তলায় রাগীব-রাবেয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। দানবীর ড. রাগীব আলী অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসারও উন্নয়ন এবং মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে উক্ত হাসপাতাল প্রতিষ্ঠা করেন। রাগীব-রাবেয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা হওয়ায় অত্র অঞ্চলের গরিব অসহায় ও ছিন্নমূল মানুষ স্বল্প ব্যয়ে অনেক জটিল রোগের চিকিৎসা করতে সমর্থ হবে। সেই সঙ্গে সমাজের অসচ্ছল ও বেকার মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যা লাভ করে  দক্ষ চিকিৎসক হয়ে সমাজ সেবায় অবদান রাখতে পারবে। এতে করে তারা সমাজ সেবার পাশাপাশি নিজ নিজ আত্মকর্মসংস্থানেরও সুযোগ লাভ করবে। প্রতিষ্ঠানটি রাগীব-রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়ে আসছে।
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি :
১। ড. রাগীব আলী - সভাপতি
২। জনাব আব্দুল হাই - সহ সভাপতি
৩। মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা: মো: নাজমুল ইসলাম - সদস্য
৪। জনাব আব্দুল হান্নান - সদস্য
৫। জনাব আব্দুল কাদির - সদস্য
৬। মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী - সদস্য
৭। অধ্যক্ষ, রাগীব-রাবেয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল - সদস্য সচিব (পদাধিকার বলে)
 
ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডি,এইচ,এম,এস) কোর্সের অন্তর্ভুক্ত বিষয়সমূহ :
১. হোমিওপ্যাথিক নিয়মনীতি
২. অর্গানন অব মেডিসিন
৩. মেটেরিয়া মেডিকা
৪. পদার্থ ও রসায়ন বিদ্যা
৫. জীব বিদ্যা
৬. এনাটমি ১ম পত্র (২য় বর্ষে পরীক্ষা)
৭. ফিজিওলজি ১ম পত্র (২য় বর্ষে পরীক্ষা)
 
প্রতিষ্ঠানের মিশন :
সমাজের গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষদের স্বল্পব্যয়ে অনেক জটিল ও কঠিন রোগের চিবকিৎসাসেবা প্রদান করা। সমাজের অসচ্ছল ও বেকার যুবক-যুবতী হোমিওপ্যাথিক চিকিৎসা বিদ্যা অর্জন করে দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় অবদান রাখতে সক্ষম হবে। মানুষের সেবা করার পাশাপাশি নিজের আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করবে। 
 
প্রতিষ্ঠানের ভিশন :
মানুষ মানুষের জন্য। এ মর্মবাণীর তাৎপর্য উপলব্ধি করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল পেশার মানুষের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। সমাজের শিক্ষিত বেকারদের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এণ্ড সার্জারী (ডিএইচএমএস) কোর্সে ভর্তি করিয়ে কোর্স সম্পন্ন করা।
 
প্রতিষ্ঠানের উদ্দেশ্য :
১। সেবা কার্যক্রম পরিচালনা করা
২। উপযুক্ত পদক্ষেপ ও প্রশিক্ষণ ব্যবস্থা
৩। ছাত্রছাত্রীদের উপযুক্ত চিকিৎসক হিসাবে গড়ে তোলার জন্য কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম এর ব্যবস্থা করা
৪। দক্ষ চিকিৎসক গড়ে তোলা ও সমাজে স্বাস্থ্যসেবায় অবদান রাখা 
৫। উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ লাভ করার ব্যবস্থা করা।
 
সুযোগ-সুবিধা:
১। নৈশ ও দিবা শাখায় পাঠদান 
২। হাতে-কলমে শিক্ষাদান করার জন্য ব্যবহারিক কার্যক্রম গ্রহণ 
৩। এনাটমি, ফিজিওলজি, গাইনোকলজি, প্যাথলজি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ 
৪। কোর্স শেষে ইন্টার্নীশিপের ব্যবস্থা।
 
চিকিৎসা কার্যক্রম :
বর্তমানে অত্র কলেজের বহির্বিভাগে রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম চালু রয়েছে।
 
ছাত্রছাত্রী :
আগামী ১ জুলাই থেকে (২০১৫-২০১৬) সেশনে ডিএইচএমএস কোর্সে ১মবর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।