রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ

রাগীবনগর, সিলেট

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে লালিত দুটি পাতা একটি কুঁড়ির দেশ হযরত শাহজালাল (র.) ও তিনশত ষাট আউলিয়ার স্মৃতিবিজড়িত বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেট। এই শহরেরই উপকন্ঠে অবস্থিত সুরমা-বাসিয়ার পলি বিধৌত আরেক জনপদ রাগীবনগর। উক্ত এলাকার কৃতি সন্তান নিঃস্বার্থ ত্যাগের কিংবদন্তি মানবকল্যাণে নিবেদিত প্রাণ দানবীর ড. রাগীব আলী। তিনি এবং তাঁর সহধর্মিণী মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরী ১৯৯৪ সালে রাগীবনগরে প্রতিষ্ঠিত করেন রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ।  ইতোমধ্যে কলেজটি একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠার পর থেকেই রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে আলোকিত বিদ্যাপীঠ ‘রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ’ পরিচালিত হয়ে আসছে। 
 
ভূমির পরিমাণ: ৩.১৭ একর
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি: 
জনাব ড. রাগীব আলী -সভাপতি
জনাব আব্দুল হাই -প্রতিষ্ঠাতা সদস্য
জনাব রাফে হাই -দাতা সদস্য
জনাব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী -বিদুৎসাহী সদস্য (জাবি)
জনাব মো: রমজান আলী -বিদুৎসাহী সদস্য (সিবো)
জনাব আতাউর রহমান -বিদুৎসাহী সদস্য 
জনাব আব্দুল হান্নান -হিতৈষী সদস্য
মুক্তিযোদ্ধা আলতাফ আলী -অভিভাবক সদস্য
জনাব মো: মন্তাজ আলী -অভিভাবক সদস্য
জনাব মো: জহির উদ্দিন -অভিভাবক সদস্য
বাবু অর্ধেন্দু কুমার দাশ -শিক্ষক প্রতিনিধি
শেখ নার্গিস সুলতানা -শিক্ষক প্রতিনিধি
জনাব মো: আমিনুল ইসরাম -শিক্ষক প্রতিনিধি
ডা: মো: আব্দুল হালীম -চিকিৎসা সদস্য
জনাব মো: আব্দুল ওয়াহিদ, অধ্যক্ষ -সদস্য সচিব
 
গ্রন্থাগার : ৩০০০ ( তিন হাজার) গ্রন্থ সমৃদ্ধ সুপরিসর একটি গ্রন্থাগার রয়েছে।
 
গবেষণাগার : পদার্থ, রসায়ন ও জীববিদ্যার জন্য রয়েছে পৃথক ও অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ গবেষণাগার রয়েছে।
 
সুযোগ সুবিধা :
১। অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা পরিচালিত।
২। A+, A প্রাপ্তদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ। 
৩। সেমিস্টার পদ্ধতিসহ টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠদানের উন্নত ব্যবস্থা। 
৪। রাজনীতি ও ধুমপানমুক্ত লেখাপড়ার পরিবেশ।
৫। পর্যাপ্ত সামগ্রীসহ খেলাধুলার ব্যবস্থা।
৬। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক অনুদান ও বৃত্তির ব্যবস্থা।
৭। প্রয়োজনে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহের ব্যবস্থা।
৮। এ প্রতিষ্ঠানে পাঠ্যক্রমিক বিষয়াদি ছাড়াও সহপাঠ্য ক্রমিক বিষয়েও অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, নবীন বরণ, এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, রবীন্দ্র  জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহান একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।  
 
ছাত্রছাত্রী : ৭৩৭ জন
 
শিক্ষকমন্ডলী : ২৬ জন
 
প্রতিষ্ঠানের অর্জন : ২০১৪ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৩৫৫ জন। পাশ করেছে ১৮০ জন। পাশের হার ৭৭%।
 
ওয়েবসাইটঃ http://rrdcbd.org/