রাগীব আলী রেজিঃ প্রাইমারী স্কুল

রঘুপুর, বিশ্বনাথ, সিলেট

বিশ্বনাথ উপজেলার রঘুপুর গ্রামে ‘রাগীব আলী রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়টি’ ১৯৮১ সালের ১ জানুয়ারি থেকে ১ম-২য় শ্রেণিতে মোট ১২০ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। প্রথমে এলাকাবাসীর সহায়তায় বাঁশ ও টিন দ্বারা একটি বিদ্যালয় গৃহ তৈরি করা হয়। কিন্তু এতে ছাত্রীছাত্রীদের বসার জায়গা সংকুলান হত না। পরে ১৯৮৫ সালে দানবীর ড. রাগীব আলী এলাকাবাসীর অনুরোধক্রমে অত্র বিদ্যালয়ে আসেন এবং ছাত্রছাত্রীর সংখ্যা অধিক হওয়ায় তিনি নিজ অর্থ ব্যয়ে ৭৫ ফুট লম্বা ৫কক্ষ বিশিষ্ট একটি অর্ধপাকা গৃহ তৈরি করে দেন। পরবর্তীতে বিদ্যালয়টির নামে ভূমি ক্রয় করে স্থান নির্দিষ্ট করে মাটি ভরাট করা হয়। 
 
ভূমির পরিমাণ : ০.৪৮ (আটচলি­শ শতাংশ)
 
পরিচালনা / ব্যবস্থাপনা কমিটি :
জনাব ড. রাগীব আলী - সভাপতি
জনাব আব্দুর রশিদ - সহ-সভাপতি
জনাব আব্দুল আহাদ - সদস্য
জনাবা হালিমা বেগম  - মহিলা সদস্য
জনাবা সোনিয়া বেগম - মহিলা সদস্য
জনাব মো: সমরু মিয়া - ছাত্র ও অভিভাবক সদস্য
জনাব সাজিদ আলী - ছাত্র ও অভিভাবক সদস্য
জনাব আব্দুল হাসিব, ইউপি মেম্বার - সদস্য
জনাব মাহবুব আলম - শিক্ষক সদস্য
বাবু কৃপেশ চন্দ্র দেব, প্রধান শিক্ষক  - সদস্য সচিব
 
ছাত্রছাত্রী : ২২৫ জন।
 
শিক্ষকমণ্ডলী : ৬ জন।
 
অর্জন : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল
 
সাল        মোট পরীক্ষার্থী           মোট কৃতকার্য             পাশের হার
২০১০           ২৪ জন                       ২৪ জন                         ১০০%
২০১১           ২৫ জন                       ২৫ জন                         ১০০%
২০১২           ২৮ জন                       ২৮ জন                        ১০০%
২০১৩           ৩৭ জন                       ৩৬ জন                       ৯৯%