রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টার

মাজবন, জকিগঞ্জ, সিলেট

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মাজবন নামক স্থানে দানবীর ড. রাগীব আলী তাঁর রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠা করেন রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টার। এটি একটি অরাজনৈতিক শিক্ষা সংস্কৃতি গবেষণা ও জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান। সি এন্ড বি রোড থেকে মাত্র ১.২৫ কি মি দুরে সর্বাধিক লোক চলাচলের জন্য উন্নত পাকা রাস্তার সাথে সংযুক্ত প্রাকৃতিক সৌন্দর্য আর কোলাহলমুক্ত পরিবেশ প্রতিষ্ঠানটি অবস্থিত।
 
ভূমির পরিমাণ : ৮ শতাংশ  
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি :
জনাব ড. রাগীব আলী -প্রতিষ্ঠাতা সভাপতি
জনাব আব্দুল হাই -সহ-সভাপতি
জনাব আব্দুল কাদির -সদস্য
জনাব আব্দুল হান্নান -সদস্য
মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী -সদস্য
জনাব জসীম আল ফাহিম -সদস্য
জনাব মো: ফজলুর রহমান ফজলু -সদস্য সচিব 
 
প্রতিষ্ঠানের আদর্শ ও উদ্দেশ্যাবলী : 
১।   রাগীব-রাবেয়া দম্পতির জীবন ও কর্ম নিয়ে গবেষণা।
২। এ প্রতিষ্ঠান একটি অরাজনৈতিক শিক্ষা সংস্কৃতি ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। 
৩। এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য রাগীব-রাবেয়ার জীবন কর্ম অনুসরণের মাধ্যমে বৃহত্তর সিলেটের শিক্ষা-সংস্কৃতি ও আর্তমানবতার কল্যাণে কাজ করা। 
৪। এ প্রতিষ্ঠান সিলেট বিভাগের প্রতিটি শিক্ষিত ছাত্রছাত্রী/বেকার যুবককে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে বেকারত্ব  হ্রাসে ভূমিকা রাখবে।
৫। ছাত্রছাত্রী ও যুব সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধ সৃষ্টি করা এবং যুব সমাজকে অপসংস্কৃতি ও অসামাজিক কার্যকলাপ পরিহারে সুষ্ঠু সুন্দর সমাজ সৃষ্টির কাজে মগ্ন রেখে গণসচেতনা সৃষ্টি করা। 
৭। সমাজের উন্নয়ন মূলক কাজে স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করে জাতীয় উন্নয়নে অবদান।
৮। প্রতিভা অণ্বেষণ, লেখক সৃষ্টি, বই ও ম্যাগাজিন প্রকাশ, পাঠাগার স্থাপন, স্বাস্থ্য, নিরক্ষরতা দূরীকরণ, যৌতুক পরিহার এবং অন্যান্য জনহিতকর কাজে ছাত্রছাত্রী ও যুব সমাজকে অনুপ্রাণিত করা। 
৯। এ প্রতিষ্ঠানের মাধ্যমে রাস্তাঘাট মেরামত, রাস্তার পাশে বৃক্ষরোপন ও রোপিত বৃক্ষের পরিচর্যা করা। 
১০। প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমত আর্থিক ও ত্রাণ সামগ্রী সহ মানুষের পাশে দাঁড়ানো 
১১। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সহয়তাসহ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যাপারে পূর্ণ সহযোগিতা প্রদান। 
১২। জাতীয় ও ধর্মীয় বিভিন্ন দিবস সমূহ যথাযথভাবে পালন করা। 
১৩। সভা, সেমিনার, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা। 
 
ভবিষ্যৎ পরিকল্পনা :
১। রাগীব-রাবেয়া নামটি চির স্মরণীয় করে রাখার জন্য “রাগীব-রাবেয়া শিক্ষা বৃত্তি” প্রবর্তন।
২। মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন।
৩। অসহায় মানুষের দাফন-কাফনের ব্যবস্থা করা।
৪। অসহায় মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করা।
৫। একটি অত্যাধুনিক পাবলিক লাইব্রেরী গড়ে তোলা।
৬। রাগীব-রাবেয়া দম্পতির জীবন ও  কর্মের ওপর ভিডিও চিত্র প্রদর্শন।
৭। সর্বাবস্থায় ধর্মীয় মূল্যবোধকে অক্ষুন্ন রেখে শিক্ষা সংস্কৃতির প্রচারে একনিষ্ঠ কাজ করা।
৮। রাগীব-রাবেয়া দম্পতির জীবন দর্শন নিয়ে গবেষণামূলক কাজ করা।