বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ

সিলেট

বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ, সিলেট শহরের প্রাণকেন্দ্র জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ রোড- পাঠানটুলায়  অবস্থিত। বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা হতে প্রায় ২২৫ কি.মি. দূরে অবস্থিত। আধ্যাত্মিক নগরী সিলেট অনেক পীর আউলিয়ার পুণ্যভূমি। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলেও সিলেটকে অভিহিত করা হয়। নির্মল সবুজ চা বাগান, টিলা পাহাড় ও নানাবিধ প্রাকৃতিক দৃশ্য দ্বারা এ শহর পরিবেষ্টিত। সিলেটের সাথে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের রয়েছে রেলপথ, সড়কপথ, আকাশ পথ ও নদী পথের চমৎকার যোগাযোগ। আকাশ পথে ঢাকা হতে সিলেট আসতে সময় লাগে মাত্র ২২ মিনিট এবং সড়ক পথে মাত্র ৪/৫ ঘণ্টা । স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা রাগীব-রাবেয়া ফাউন্ডেশন উক্ত নার্সিং কলেজের মালিক হওয়ায় এর সকল কার্যক্রম প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকে। 
 
সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য : 
বাংলাদেশ নার্সিং কাউন্সিল ও জাতীয় নীতির অধীনে প্রতিষ্ঠিত কলেজটির মূল উদ্দেশ্য উন্নত ও মানসম্পন্ন নার্সিং শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের যোগ্য, পেশাদার সেবক/সেবিকা হিসাবে গড়ে তোলা। প্রাথমিকভাবে স্বাস্থ্য সেবা প্রদান এবং জনগণের চাহিদা অনুযায়ী বিশেষ ধরনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাও বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য। 
 
বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য :
শিক্ষা কার্যক্রম শেষে যোগ্য সেবক/সেবিকাগণ নিম্নোক্ত কাজগুলো করে থাকেন-
১। সকল জনগোষ্ঠী, পরিবার তথা প্রতিটি ব্যক্তির মৌলিক, প্রতিরোধমূলক, চিকিৎসা যোগ্য ও পুনর্বাসন সংক্রান্ত সেবা প্রদান করা। 
২। জনগণ ও সমাজের চাহিদা অনুযায়ী সাধারণ স্বাস্থ্য সেবা ও নির্দিষ্ট রোগের সেবা প্রদান করা। 
৩।পদ্ধতিগত এবং সঠিক পন্থায় নার্সিং সেবা প্রদান করা। 
৪। রোগীর ও তার পরিবারের চাহিদা পূরণ পূর্বক সামাজিক সেবা প্রদান করা। 
৫। সমন্বিত ও পেশাদারিত্বের সাথে শৃঙ্খলা বজায় রেখে সকল স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সকলের জন্য উন্নত মানের স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা। 
৬। ছাত্রছাত্রীদের নার্সিং সেবা, স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল পর্যায় ও কমিউনিটি পর্যায়ে প্রশিক্ষণ ও তদারকি করা। 
৭। সামাজিক স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে পেশাদারিত্বের উন্নয়নেও কাজ করা। 
 
কোর্স ও পাঠ্যক্রম :
প্রদেয় ডিগ্রীটি বিএসসি ইন নার্সিং হিসাবে অভিহিত- 
১। কোর্সগুলো বিএসসি নার্সিং ডিগ্রির সমমানের। 
২। বিএসসি নার্সিং কোর্স চার বছর মেয়াদী। 
৩। জানুয়ারিতে শিক্ষা বছর শুরু হয়। 
৪। প্রার্থীকে অবশ্যই জীববিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসি পাস করতে হবে এবং উভয় পরীক্ষায় (এসএসসি ও এইচএসসি) সর্বমোট জিপিএ-৬ থাকতে হবে। কিন্তু এসএসসি বা এইচএসসি কোনোটাতেই ২.৫ এর নিচে থাকা যাবে না। 
৫। পার্থীকে এইচএসসি পাসের পর তিন বছরের মধ্যে আবেদন করতে হবে। 
৬। বিএসসি নার্সিং ডিগ্রি চলাকালীন সময়ে বছরান্তে একটি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি শিক্ষা বছরের ১৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একটি মধ্যবর্তী পরীক্ষা নিবেন। 
৭। অনিয়মিত ছাত্রদের পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হবে। 
৮। চার বছর মেয়াদী কোর্সের  ব্যাপ্তিকাল সর্বমোট ৬৬৭২ ঘণ্টা । 
 
পরিচালনা বোর্ড:
ড. রাগীব আলী - সভাপতি
জনাব আব্দুল হাই - প্রতিষ্ঠাতা সদস্য
ডা. মোঃ আব্দুল মজিদ মিয়া - শিক্ষক প্রতিনিধি
জনাব মোঃ হারুন অর রশিদ গাজী -শিক্ষক প্রতিনিধি
জনাব হাজী মোঃ শোয়েস্তা মিয়া -অভিভাবক প্রতিনিধি
বাবু সুখময় সুত্রধর - অভিভাবক প্রতিনিধি
অধ্যক্ষ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল - দাতা প্রতিনিধি
ডা. আনিসুর রহমান ফরাজী, অধ্যক্ষ, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ- সদস্য সচিব।