রাবেয়া খাতুন মা ও শিশুকল্যাণ কেন্দ্র

রাগীবনগর, সিলেট

১৯৭৬ সলের ১৪ মার্চ বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর ড. রাগীব আলী কর্তৃক সিলেটের রাগীবনগরে ‘রাবেয়া খাতুন রেডক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ’ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। যখন তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন তখন এ অঞ্চলে নিরাপদ সন্তান প্রসব, গর্ভবতী মা এবং শিশুদের সেবা দেয়ার মতো কোনো স্বাস্থ্য কেন্দ্র ছিল না। তাই সুচিকিৎসার জন্য এলাকাবাসীকে শহরে যেতে হতো। ২০০৬ সালে  বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কাছ থেকে দানবীর ড. রাগীব আলী কর্মচারীর বেতনসহ এ প্রতিষ্ঠানটির সমস্ত দায়ভার গ্রহণ করেন এবং আজ পর্যন্ত তিনি তা বহন করে চলেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ‘‘রাবেয়া খাতুন মা ও শিশু কল্যাণ কেন্দ্র’’ হিসেবে পরিচিতি লাভ করেছে। 
 
আয়তন: প্রতিষ্ঠানটির ভূমির পরিমাণ ৪০ ডেসিমেল।
 
কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা: একজন দক্ষ ও অভিজ্ঞ মিডওয়াইফ এখানে ২৪ ঘণ্টা স্বাস্থসেবা দিয়ে থাকেন।
 
সেবাসমূহ:
১। গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী পরিচর্যা
২। গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব
৩। গর্ভবতী মায়েদের প্রসব পরবর্তী পরিচর্যা
৪। মা ও শিশুর সার্বিক পরিচর্যা
৫। পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রসার ও পরামর্শ দান।