রাগীব-রাবেয়া ফুলকুঁড়ি প্রাইমারী স্কুল

রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি

অপরাপর সীমান্তবর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলা সমতল এলাকার তুলনায় আর্থিক ও সামাজিক বিন্যাসে অনেকটাই পিছিয়ে এবং অনগ্রসর। দানবীর ড. রাগীব আলী রাঙামাটি জেলার  সদর থানার অনগ্রসর এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে অত্র এলাকায় রাগীব-রাবেয়া ফুলকুঁড়ি প্রাইমারী  স্কুল নামে একটি শিক্ষায়াতন গড়ে তোলেন। কোমলমতি শিশুদের মধ্যে মানসম্পন্ন ও যুগোপযোগী প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তিনি অত্র অঞ্চলে রাগীব-রাবেয়া ফুলকুঁড়ি প্রাইমারী স্কুলটি প্রতিষ্ঠা করেন।
 
ভূমির পরিমাণ : ২ শতাংশ
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি 
ড. রাগীব আলী - প্রতিষ্ঠাতা
জনাব মো: ফজলুল কাদের - সভাপতি
জনাব হারুনুর রশিদ ফুলন  - সহ-সভাপতি
জনাব আবু কাওসার লিটন  - সদস্য
জনাব মো: ইসহাক - সদস্য
জনাব মো: নয়ন মিয়া - বিদ্যুৎসাহী সদস্য
শুক্লামণি চাকমা - বিদ্যুৎসাহী সদস্য
রাবিয়া বেগম - বিদ্যুৎসাহী সদস্য
রুবি বেগম - বিদ্যুৎসাহী সদস্য
জনাব মো: আব্দুর রহমান - অভিভাবক সদস্য
জনাব মো: তাজির আলী - অভিভাবক সদস্য
মেসেনু মারমা - শিক্ষক সদস্য
জনাব আব্দুল গফুর - দাতা সদস্য
শিপ্রা দেব, প্রধান শিক্ষক - সদস্য সচিব             
 
ছাত্রছাত্রী : ১০০ জন
 
শিক্ষকমণ্ডলী : ৪ জন
 
অর্জন: ২০১৪ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ জন। পাশ করে ২ জন। পাশের হার ১০০%