রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া

সিদাইরগুল, সাহেববাজার, সিলেট

২০০১ সালের জানুয়ারি মাসে এলাকার সমন্বয়ক্রমে শাহ্ মাহবুবুর রশীদসহ আরও তিন-চারজন উলামা কেরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় একটি মাদ্রাসা তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই মাদ্রাসার জায়গা এক পরিবারের চার ভাই মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। তাদের নাম হল আব্দুর রাজ্জাক, আব্দুল কাহির, আব্দুল ওয়াহিদ এবং শামসুল। তারপর চাঁদা সংগ্রহের মাধ্যমে একটি ৫০ হাত বিশিষ্ট টিন শেডের মাদ্রাসা তৈরি করা হয়। এবং মাদ্রাসার নামকরণ করা হয় ‘জামেয়া ইসলামিয়া সিদাইরগুল মাদ্রাসা’। এই মাদ্রাসার বেড়া এবং খুঁটিগুলো বাঁশের তৈরি ছিল। এই মাদ্রাসায় ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু রয়েছে। 
২০০৯ সালের শেষের দিকে প্রলয়ংকরী ঘূর্ণিবায়ুতে টিন সেডের ঘরটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তারপর এলাকাবাসী বিভিন্ন চেষ্টা করে কিছু করতে না পেরে বাংলাদেশের গৌরব, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী সিলেটের বিখ্যাত দানবীর রাগীব আলী সাহেব এবং তাহার রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের স্মরণাপন্ন হয়ে দরখাস্ত পেশ করা হয়। আল­াহপাকের অশেষ মেহেরবাণীতে তিনি উক্ত দরখাস্ত কবুল করেন। তারপর এলাকাবাসীর সম্মতিক্রমে মাদ্রাসার যাবতীয় কাগজ এবং জায়গার দলিল রাগীব রাবেয়া ফাউন্ডেশনে জমা দেওয়া হয় । ২০১০ সালের অক্টোবর মাসে মাদ্রাসার নামকরণ করা হয় ‘রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া’। বর্তমানে মাদ্রাসাটি রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের তত্ত¡াবধানে সম্পর্ণ নতুনভাবে নির্মিত হয়ে পরিচালিত হয়ে আসছে। 
 
ভূমির পরিমাণ : ৮ ডেসিমেল।
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি :
জনাব ড. রাগীব আলী - সভাপতি
জনাব আব্দুল হাই - সহ- সভাপতি
জনাব আব্দুল হান্নান - সদস্য
মেজর (অব:) শায়েখুল হক চৌধুরী - সদস্য 
জনাব মাহমুদ হোসেন চৌধুরী - সদস্য
জনাব আব্দুল মছব্বির - সদস্য
জনাব আব্দুর রাজ্জাক - সদস্য
মুহতামিম, রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া - সদস্য সচিব
 
ছাত্রছাত্রী : ৬০ জন
 
শিক্ষকমন্ডলী : ৬ জন।