রাগীব-রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদ

সিলেট

দানবীর ড. রাগীব আলী ও মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরী মানবসেবার ক্ষেত্রে সিলেটের দুই কিংবদন্তি। তাদের মহান কর্মযজ্ঞের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২০১৪ সালে সিলেটের কতিপয় উদ্যমী মানুষ স্ব-উদ্যোগে গঠন করেন রাগীব-রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদ। এই পরিষদের কার্যালয় সিলেট নগরীর মধুবন সুপার মার্কেট-এর তৃতীয় তলায় অবস্থিত। সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো-দানবীর ড. রাগীব আলীর ও তাঁর স্ত্রী মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর মহান কর্মযজ্ঞের রূপরেখা ও বরেণ্য জীবনের স্মৃতিকে চিরজাগরূক করে রাখা এবং তাদের স্মৃতিরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা। সে সঙ্গে জীবনান্তে  তাদের স্মরণে মিলাদ মাহফিল, দোয়া, কাঙ্গালিভোজসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ ও তাদের জীবনী ও কর্মের ওপর গবেষণা কর্ম ও নির্দিষ্ট দিনে আলোচনা সভার অনুষ্ঠান করা। 
এসব ছাড়াও অবহেলিত গরিব, ছিন্নমূল, পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশগত মানোন্নয়ন করার লক্ষ্যে ডকুমেন্টারী ফিল্মের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা। আয় বর্ধক কর্মকাণ্ড যেমন-পুকুরে মাছ চাষ, জৈব পদ্ধতিতে সবজি চাষ, সবজির চারা উৎপাদন ও বিপণন, বৃক্ষরোপণ, ছাগল পালন, হাঁস-মুরগি পালন ইত্যাদি বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ। সমাজ সেবামূলক কর্মকাণ্ড যেমন-টিকাদান, যৌতুক বিরোধী অভিযান, জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ, বয়স্ক শিক্ষা কার্যক্রম ইত্যাদি বিষয়ের ওপর কর্মসূচি গ্রহণ। জলবায়ু পরিবর্তন ও গ্রীনহাউস প্রতিক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কর্মসূচি প্রণয়নপূর্বক জনগণকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন। জনগণের নিরাপত্তার জন্য নিয়ন্ত্রিতভাবে ট্রাক, বাস ও অন্যান্য যানবাহন চালানোর জন্য ট্রাক ও বাসচালকসহ অন্যান্য যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনারের আয়োজন। অসহায় বয়স্ক ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়ার জন্য বিশেষ তহবিল গঠন। সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্র, যুবক ও জনসাধারণকে সম্পৃক্ত করে তাদের নিয়মিত উৎসাহ প্রদান । এছাড়াও কবিতা পাঠের আসর, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সাময়িকী, সাহিত্যপত্র ইত্যাদি প্রকাশ। এতিম, অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কর্মসূচি গ্রহণপূর্বক তা বাস্তবায়ন। নারীদের কল্যাণে বিশেষ করে দরিদ্র অসহায় নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি যেমন-অনানুষ্ঠানিক শিক্ষা, সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, ব্লক-বুটিক, এমব্রয়ডারী ইত্যাদির প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরসহ সমাজের বিভিন্ন পর্যায়ে উন্নয়নমূলক কাজে নিযুক্ত করে পুর্নবাসনের উদ্যোগ গ্রহণ। 
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি: 
জনাব হেলাল খান - সভাপতি
জনাব মো: নুরুল আবছার - সিনিয়র সভাপতি
জনাব মোস্তফা কামাল (কালাম) - সহ-সভাপতি
জনাব মো: মঞ্জুর ইসলাম সুবেদ - সাধারণ সম্পাদক
জনাব মো: মতিউর রহমান - সহ-সাধারণ সম্পাদক
জনাব মো: আহমদুর রহমান ছাদেক - সাংগঠনিক সম্পাদক
জনাব মো: এনাম ফারুক - অর্থ সম্পাদক
জনাব মো: দেওয়ান সাকিব আহমদ - প্রচার সম্পাদক
জনাব মো: সজিব আলী - দপ্তর সম্পাদক
জনাব রাফআন আবতাহী ইসলাম - ক্রীড়া সম্পাদক
জনাব মো: মারুফ আহমদ - ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক
জনাব মো: জামাল উদ্দিন - সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক
মিসেস তাহমিনা আহাদ রুজি - মহিলা সম্পাদিকা
জনাব সৈয়দ ফরহাদ আহমদ - তথ্য ও গবেষণা সম্পাদক
জনাব মো: সিদ্দিকুর রহমান - ধর্ম বিষয়ক সম্পাদক
জনাব আজিজুর রহমান খান - শিক্ষা বিষয়ক সম্পাদক