রাগীব-রাবেয়া বিদ্যানিকেতন

হাওলদারপাড়া, সিলেট

১৯৯৯ সালে সিলেটের হাওলদার পাড়ায় ‘রাগীব-রাবেয়া বিদ্যানিকেতন’ প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ড. রাগীব আলী। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এবং সভাপতিও তিনি। শিক্ষকদের বেতন ভাতাদি, বিদ্যালয়ের উন্নয়ন, সবকিছু তাঁর অনুদানেই চলছে। বিদ্যালয়টি উক্ত স্থানে প্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকার গরিব, অসহায় লোকের ছেলেমেয়েদের পড়ালেখার সুযোগ তৈরি হয়েছে। উক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক ছেলেমেয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। 
 
আয়তন : ৩০ ডেসিমেল
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি 
১। ড. রাগীব আলী - সভাপতি
২। জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩। জনাব আব্দুল হান্নান - সদস্য
৪। মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী - সদস্য
৫। জনাব আতাউর রহমান - সদস্য
৬। শ্রী জগদীস দাস - সদস্য
৭। মিসেস রাছনা খাতুন - সদস্য
৮। বাবু দিলীপ চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক - সদস্য সচিব (পদাধিকার বলে)
 
ছাত্রছাত্রী : ২০০ জন
 
শিক্ষক : ৫ জন