হজ প্রোগ্রাম

দানবীর ড. সৈয়দ রাগীব আলী প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশন প্রতি বছর গরিব ও অসচ্ছল মুসলমানদের হজব্রত পালনের ব্যবস্থা করে থাকে। হজব্রত পালনে আগ্রহী গরিব ও অসচ্ছল মুসলমানদের আবেদনের প্রেক্ষিতে তাদের মধ্য হতে ফাউন্ডেশন কর্তৃক বাছাইকৃত ব্যক্তিগণকে হজব্রত পালনের জন্য প্রেরণ করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন নিজ খরচায় এ সকল হজযাত্রীদের যাবতীয় ব্যয়ভার বহন করে থাকে।


হাজীদের তালিকা(২০১৩)


হাজীর নামঠিকানাছবি
আব্দুস সাত্তার (মুক্তিযোদ্ধা) পাড়ুয়া মাঝপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট
শাকির আলী (মুক্তিযোদ্ধা) বহরকলোনী, শাহপরান, সিলেট
শফিক মিয়া (মুক্তিযোদ্ধা) শেখপাড়া, শ্রীরামপুর, মোঘলাবাজার, সিলেট
আব্দুল হান্নান নুরানী-৩১, সুবিধবাজার, সিলেট
মাওলানা আবু তৈয়ব নলবুনিয়া, স্মরণখোলা, বাগেরহাট
শেখ হাসব আলী রাগীবনগর, সিলেট
মাওলানা জালাল উদ্দিন চৌধুরী সড়কেরবাজার, কানাইঘাট, সিলেট
মাওলানা মোহাম্মদ আনোয়ার আলী মাটিয়াপুর, দিরাই, সুনামগঞ্জ
মাওলানা মোহাম্মদ ওয়ালী উল্লাহ পলাশকান্দা, কামারিয়াবাজার, তারাকান্দা, ময়মনসিংহ
ফজলুর রহমান ফজলু মাজবন্দ, জকিগঞ্জ, সিলেট
মো: আব্দুন নুর মাজবন্দ, জকিগঞ্জ, সিলেট
মোহাম্মদ মঈন উদ্দিন লস্কর বলরামেরচক, জকিগঞ্জ, সিলেট
মো: আব্দুল কাদির দোয়ারগাও, বাংলাবাজার, সুনামগঞ্জ
মোহাম্মদ শামসুদ্দিন আহমদ গীবারুক, চুনারুঘাট, হবিগঞ্জ
রমিজ আলী কুড়িগ্রাম, কামালবাজার, দক্ষিনসুরমা, সিলেট