পুস্তক ও প্রকাশনা

শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকতায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ব্যাপক ভূমিকা রেখে চলেছে। কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান তার মধ্যে অন্যতম। সম্মাননা প্রদানের পাশাপাশি অসচ্ছল মেধাবী ও প্রতিভাবান কবি-সাহিত্যিকদের অপ্রকাশিত পাণ্ডুলিপি রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বই আকারে প্রকাশ করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ দান করছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিভিন্ন লেখকের অনেকগুলো পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করেছে। কবি-সাহিত্যিকদের আরও অনেক পাণ্ডুলিপি প্রকাশের প্রক্রিয়াধীন আছে।


প্রকাশনা সমূহ (১৯৯৯)


  • নাম: ছিলটি প্রবাদ প্রবচন
    লেখক: মুহম্মদ আসাদ্দর আলী
    প্রকাশক: রাগীব-রাবেয়া ফাউন্ডেশন
  • নাম: জালালাবাদ ভাষা আন্দোলনের পথিকৃত
    লেখক: মুহম্মদ আসাদ্দর আলী
    প্রকাশক: রাগীব-রাবেয়া ফাউন্ডেশন
  • নাম: হাতে কলমে চা উৎপাদন
    লেখক: মীর মোজহার আলী
    প্রকাশক: বিকল্প প্রিন্টিং প্রেস, ঢাকা
    প্রচ্ছদ: বিকল্প মিডিয়া