রাগীব-রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদ ট্রাস্ট

সিলেট

রাগীব-রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদের জন্য সাহায্য সহযোগিতা ছাড়াও অপরাপর উন্নয়নের জন্য ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর উক্ত ট্রাস্ট গঠন করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর একক প্রচেষ্টায় ও মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ‘রাগীব-রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদ  ট্রাস্ট’ গঠন করা হয়।
 
ট্রাস্টি বোর্ড
১. ড. রাগীব আলী -আজীবন সভাপতি
২.  জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩. জনাব রাফে হাই - সদস্য
৪. জনাব আব্দুল কাদির - সদস্য
৫. জনাব আব্দুল হান্নান - সদস্য 
৬.  প্রতিনিধি, রাগীব-রাবেয়া স্মৃতিরক্ষা পরিষদ - সদস্য (পদাধিকার বলে)
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য 
১. ড. রাগীব আলী ও বেগম রাবেয়া খাতুন চৌধুরীর স্মৃতিরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। 
২. মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তার জীবন ও কর্মের ওপর গবেষণা  ও আলোচনা সভার আয়োজন। 
৩. অবহেলিত গরিব, ছিন্নমূল পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি করা।
৪. আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড যেমন পুকুরে মাছ চাষ, জৈব পদ্ধতিতে সবজি চাষ, সবজির চারা উৎপাদন ও বিপণন, বৃক্ষরোপণ, ছাগল পালন, হাঁস-মুরগি পালন ইত্যাদি বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ।
৫. সমাজ সেবামূলক কর্মকাণ্ড যেমন টিকাদান কর্মসূচি, যৌতুক বিরোধী জনমত গঠন, জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ এবং বয়স্ক শিক্ষা কার্যক্রম ইত্যাদি বিষয়ের ওপর কর্মসূচি গ্রহণ। 
৬. জলবায়ু পরিবর্তন ও গ্রীন হাউস প্রতিক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। 
৭. নিরাপদ সড়ক ও যানবাহন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চালক ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনারের আয়োজন । 
৮. অসহায় বয়স্ক ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়ার জন্য বিশেষ তহবিল গঠন। 
৯. সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্র, যুবক ও জনসাধারণকে সম্পৃক্ত করে তাদের নিয়মিত উৎসাহ প্রদান কবিতা পাঠের আসর, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা এবং বিভিন্ন জাতীয় দিবসে সাময়িকী ও সাহিত্যপত্র প্রকাশ। 
১০. এতিম, অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কর্মসূচি গ্রহণ। 
১১. দরিদ্র অসহায় নারীদের পুর্নবাসনের লক্ষ্যে অনানুষ্ঠানিক শিক্ষা, সেলাই, কম্পিউটার, ব্লক-বুটিক, এমব্রয়ডারী ইত্যাদি প্রশিক্ষণ প্রদান।
১২. আর্থিক অস্বচ্ছল কর্মচারীকে তার জরুরী প্রয়োজনে আর্থিক অনুদান প্রদান।