রাগীব আলী কল্যাণ ট্রাস্ট

মধুবন, সিলেট

সিলেট বিভাগের সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজ এবং শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ‘রাগীব আলী কল্যাণ ট্রাস্ট’ ১৯৮৮ সালের ১৩ এপ্রিল প্রতিষ্ঠা করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর একক প্রচেষ্টায় ও মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই ট্রাস্ট গঠন করা হয়।
 
ট্রাস্টি বোর্ড
১.  ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২.  জনাব আব্দুল হাই  - সহ-সভাপতি
৩.  জনাব রাফে হাই - সদস্য
৪.  জনাব আব্দুল কাদির - সদস্য 
৫.  জনাব আব্দুল হান্নান - সদস্য
৬.  জনাব আবু সাদ জওহর আহমদ - সদস্য
৭.  সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব
 
ট্রাস্টের উদ্দেশ্য 
১.  সিলেট বিভাগের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়ার উন্নয়নে সহয়তা প্রদান।
২.  সিলেট বিভাগের সমাজকল্যাণ ও অন্যান্য জনহিতকর কর্মসূচিতে অংশগ্রহণ এবং সহায়তা প্রদান।
৩.  সিলেট বিভাগের যেকোনো জেলার সমাজসেবামূলক কর্মকাণ্ড ও শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে রাগীব আলী কল্যাণ ট্রাস্টের সনদসহ আর্থিক অনুদান প্রদান।
৪.  বিদ্যালয়, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গরিব ছাত্রদের  মেধার ভিত্তিতে এককালীন নগদ অর্থ বৃত্তি প্রদান। 
৫.   শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজকল্যাণ, গবেষণাকর্ম ইত্যাদি ক্ষেত্রে কৃতিত্বের জন্য ট্রাস্টের ক্রেস্ট ও সনদপত্রসহ এককালীন অনুদান প্রদান।