রাগীব-রাবেয়া ফাউন্ডেশন যাকাত ট্রাস্ট

মধুবন (ষষ্ঠতলা), বন্দরবাজার, সিলেট

গরিব অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে দানবীর ড. রাগীব আলীর সম্পদের ওপর শরিয়া মোতাবেক বছরে যে যাকাত আসে সে যাকাতের অর্থে ২০১২ সালের ১লা অক্টোবর উক্ত ট্রাস্টটি প্রতিষ্ঠা করা হয়। আমাদের দেশের সচরাচর প্রচলিত প্রথা অনুযায়ী যাকাত বিতরণ না করে ভবিষ্যৎ কর্মসংস্থান ও হতদরিদ্রদের অধিক হারে আর্থিক সাহায্যের কথা চিন্তা করে নিয়মিত সাহায্য সহযোগতিা প্রদানের জন্য ‘রাগীব-রাবেয়া ফাউন্ডেশন যাকাত ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়। 
 
ট্রাস্টি বোর্ড 
১. ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২.  জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩.  জনাব রাফে হাই -সদস্য
৪.  মিসেস রেজিনা কাদির -সদস্য
৫. জনাব আবদুল কাদির - সদস্য
৬.  জনাব আব্দুল হান্নান - সদস্য 
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য 
১.  রাগীব-রাবেয়া ফাউন্ডেশন যাকাত ট্রাস্ট হতে ইসলামী শরিয়া মোতাবেক প্রতি বছর যাকাত প্রদান করা। 
২.  দুঃস্থ, গরিব আত্মীয় স্বজন সর্বাগ্রে যাকাত পাওয়ার অধিকারী হিসেবে বিবেচিত হবেন।
৩.  প্রতি রমজান মাসে যাকাত প্রদান করা।
৪.  রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের অধীনে প্রতিষ্ঠিত মাদ্রাসা সমূহের এতিম/অসহায় ছাত্রছাত্রীদেরকে আর্থিক অনুদান প্রদান।