রাবেয়া বানু জেনারেল হসপিটাল ট্রাস্ট

রাগীবনগর, সিলেট

রাবেয়া বানু জেনারেল হাসপাতালের সেবাসমূহ অব্যাহত রাখা এবং হাসপাতালে আগত রোগীদের আর্থিক ও অন্যান্য অসুবিধাদি বিবেচনায় রেখে তাদের জন্য নতুন সেবা প্রদান ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের নিমিত্তে এবং নিয়োজিত কর্মচারীদের জন্য সাহায্য সহায়তা ছাড়াও অপরাপর উন্নয়নের জন্য ‘রাবেয়া বানু জেনারেল হসপিটাল ট্রাস্ট’ ২০১০ সালের ২১ জুন প্রতিষ্ঠা করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর একক প্রচেষ্টায় ও মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই ট্রাস্ট গঠন করা হয়।
 
ট্র্রাস্টি  বোর্ড 
১. ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২. জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩. জনাব রাফে হাই - সদস্য
৪. জনাব আব্দুল কাদির - সদস্য
৫. জনাব আব্দুল হান্নান - সদস্য
৬. মেডিকেল অফিসার, রাবেয়া বানু জেনারেল হসপিটাল - সদস্য (পদাধিকার বলে) 
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য 
১. গরিব রোগীদের বিনামূল্যে বা অল্পমূল্যে (ভর্তুকির মাধ্যমে) ঔষধ সরবরাহ।  
২. গরিব রোগীর গৃহ প্রত্যাবর্তন ব্যয় বাবদ অর্থপ্রদান।
৩. হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন “গ্র্যাচুইটি” প্রদান।
৪. আর্থিকভাবে অসচ্ছল কর্মচারীদের অনুদান প্রদান।
৫. অর্থ-বিত্তহীন গরিব কোনো রোগী মারা গেলে কাফন ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সহায়তা প্রদান।
৬. মরহুমা বেগম রাবেয়া বানুর মৃত্যু দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা। 
৭. হাসপাতালে আগত ও ভর্তি হতদরিদ্র গরিব রোগীদের দেখাশোনার জন্য সাথে আসা স্বজনদের খাদ্য ও অন্যান্য সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান।