সিলেট মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ ট্রাস্ট

সিলেট সদর, সিলেট

বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে বহু লোকের ত্যাগ-তিতিক্ষার ফলে দেশ আজ স্বাধীন। স্বাধীনতার জন্য যারা চিরস্মরণীর ভূমিকা রেখেছেন তারা হলেন বাংলাদেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা। শহীদ মুক্তিযোদ্ধাদের অনেকের পরিবার আজ সহায় সম্বলহীন দিনযাপন করছে। যে সকল মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাদের অনেকেই পঙ্গু, বেকার ও অসহায় অবস্থায় আছেন। তাই শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে এবং জীবিত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ণের লক্ষ্যে ১৯৯৮ সালের ২৪ জুন ‘সিলেট মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়।
 
ট্রাস্টি বোর্ড 
১.  ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২. জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩. জনাব রাফে হাই - সদস্য
৪.  জনাব আব্দুল হান্নান - সদস্য
৫.  জনাব মো: রফিকুল হক - সদস্য 
৬. জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, - সদস্য (পদাধিকার বলে)
সিলেট জেলা ইউনিট কমান্ড, সিলেট
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য 
১. সিলেট বিভাগের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এ ট্রাস্টের আওতাভুক্ত থাকবে।
২.  ট্রাস্টের সুবিধা প্রাপ্ত ব্যক্তিগণ-(ক) শহীদ মুক্তিযোদ্ধা পরিবার (খ) যোদ্ধাহত মুক্তিযোদ্ধা (গ) অসহায় বেকার মুক্তিযোদ্ধা (ঘ) অধ্যয়নরত মুক্তিযোদ্ধাদের সন্তান। 
৩. প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।