শহীদ শওকত নেওয়াজ মেমোরিয়াল ট্রাস্ট

মালনীছড়া চা বাগান, সিলেট সদর, সিলেট

১৯৭১ সালে জনাব নুরুল হাসানের প্রথম পুত্র শহীদ শওকত নেওয়াজ মালনীছড়া চা বাগানে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশপ্রেমিক এই কর্মকর্তা সংগ্রামী মুক্তিবাহিনীকে সক্রিয় সাহায্য ও সহযোগিতা করতেন। এ তথ্য পাকিস্তানি হানাদার বাহিনী অবগত হয়। এরই মধ্যে একদিন জনাব নুরুল হাসানের তৃতীয় পুত্র শাহনেওয়াজ তার দুই বন্ধু মিছবাহ উদ্দিন ও আব্দুল কাদেরকে নিয়ে মালনীছড়া চা বাগানে বেড়াতে আসেন। শওকত নেওয়াজের বাসায় অবস্থানকালে ০৬ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী মালনীছড়া চা বাগান আক্রমণ করে। সেদিন জনাব নুরুল হাসানের দুই পুত্র শওকত নেওয়াজ, শাহনেওয়াজ এবং বর্ণিত দুই বন্ধু মিছবাহ উদ্দিন ও আব্দুল কাদেরসহ মালনীছড়া চা বাগানের জনৈক কর্মচারী শহীদ হন। ১৯৭২ সালে মালনীছড়া চা বাগানের তৎকালীন ম্যানেজার জনাব মনসুর চৌধুরী এবং বড়বাবু জনাব ফখরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে শহীদদের প্রথম মৃত্যুবার্ষিকীতে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেন। সেই থেকে প্রতি বছর ০৬ এপ্রিল একান্তই ব্যক্তি উদ্যোগে শহীদদের মৃত্যুবার্ষিকী পালন করা হতো। পরবর্তীতে যখন দানবীর ড. রাগীব আলী মালনীছড়া চা বাগানের মালিকানা এবং পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, তখন তিনি একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। সে লক্ষ্যে ১৯৯৬ সালে মালনীছড়া চা বাগানে ‘শহীদ শওকত নেওয়াজ মেমোরিয়াল ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। 
 
ট্রাস্টি বোর্ড 
১. ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২. জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩. জনাব রাফে হাই - সদস্য
৪. জনাব আব্দুল হান্নান - সদস্য
৫. ম্যানেজার, মালনীছড়া চা বাগান - সদস্য (পদাধিকার বলে)
৬. সহকারী ম্যানেজার, মালনীছড়া চা বাগান - সদস্য (পদাধিকার বলে)
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য 
১. প্রতি বছর ০৬ এপ্রিল শহীদ শওকত নেওয়াজের মৃত্যুবার্ষিকী পালন।
২. স্থানীয় অসহায়, দরিদ্র মানুষ, বৃদ্ধ-বৃদ্ধা ও এতিমদের মধ্যে নগদ অর্থ সাহায্য প্রদান। 
৩. প্রতি বৎসর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং অসহায় ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা প্রদান।