রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাস্ট
কামালবাজার যুব ফোরাম, কামালবাজার, সিলেট
সমাজ সচেতন নাগরিক হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার যুবকগণকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং সামাজিক অবক্ষয়ের করাল গ্রাস হতে জাতির ভবিষ্যৎ অত্র অঞ্চলের যুবসমাজকে রক্ষা করে সঠিক পথে পরিচালিত করার উদ্দেশে এবং যুবসমাজ যাতে এলাকার সমাজ কল্যাণ ও জনহিতকর কাজে এবং শিক্ষা সংস্কৃতিসহ সমাজের সর্ব প্রকার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এ জন্য ১৯৯২ সালের ২৬ ডিসেম্বর ‘কামালবাজার যুব ফোরাম’ প্রতিষ্ঠা করা হয়। উক্ত সংগঠনের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনের একটি নিজস্ব তহবিল থাকা আবশ্যক বিবেচনায় ১৬ মে ১৯৯৬ ইংরেজি তারিখে ‘রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাস্ট’ কামালবাজার, বিশ্বনাথ, সিলেট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়।
ট্রাস্টি বোর্ড
১. ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২. জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩. জনাব রাফে হাই - সদস্য
৪. জনাব আব্দুল কাদির - সদস্য
৫. জনাব আব্দুল হান্নান - সদস্য
৬. প্রতিনিধি, কামালবাজার যুব ফোরাম - সদস্য (পদাধিকার বলে)
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
ট্রাস্টের উদ্দেশ্য
১. কামালবাজার গ্রামের যুবকদের সমাজ সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা। বেকার যুবক, দুঃস্থ মহিলা ও ভূমিহীন কৃষকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সম্ভব হলে পরিশোধ যোগ্য ঋণ প্রদান।
২. স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সেবামূলক কাজে উৎসাহ ও সহযোগীতা প্রদান।
৩. স্বাস্থ্যরক্ষা সংক্রান্ত জনসচেতনতা তৈরিতে উৎসাহ ও সহায়তা প্রদান। অস্বচ্ছল ও গরিব রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে সহায়তা প্রদান।
৪. মাদকের বিরুদ্ধে যুবসমাজকে সচেতন করা এবং মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে সহায়তা করা।
৫. দুর্ভিক্ষ, মহামারী ও বন্যাসহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কর্মে এবং সামর্থ অনুযায়ী ত্রাণ কর্মে সহয়তা প্রদান করা।
৬. পরিবার পরিকল্পনা সম্পর্কিত জনসচেতনতা তৈরিতে সহায়তা প্রদান।
৭. এলাকা হইতে বখাটেপনা, এসিড সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জনমত গঠন ও জনসচেতনতা তৈরিতে সহয়তা করা।
৮. এলাকার যুবকদের ক্রীড়াক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য খেলাধুলা আয়োজনে সহয়তা প্রদান।
৯. বয়স্ক শিক্ষা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে সংস্থাকে সহয়তা প্রদান।