• একটি মানবকল্যাণমূলক সংস্থা
    রাগীব রাবেয়া ফাউন্ডেশন

রাগীব রাবেয়া ফাউন্ডেশন

রাগীব-রাবেয়া ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য মানবকল্যাণমূলক সংস্থা। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক, দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী ১৯৯৮ খ্রিষ্টাব্দে  নিজের এবং তাঁর সহধর্মিণী মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ষষ্ঠতলায় অবস্থিত। মানবকল্যাণে গৃহিত দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলীর বিভিন্ন কার্যক্রম উক্ত ফাউন্ডেশন অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে বাস্তবায়ন করে থাকে। উচ্চতর, সাধারণ ও কারিগরি শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল কলেজ, হাইস্কুল, প্রাইমারি স্কুল, প্রতিবন্ধী ইনস্টিটিউট ও স্পোর্টস একাডেমি স্থাপন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এছাড়া গণমানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মেডিকেল কলেজ ও হাসপাতাল, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্র স্থাপনেও প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ভূমিকা আরও উজ্জ্বল। মুক্তিযোদ্ধা সংসদের অফিস ও স্থাপনা, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে বাসগৃহ নির্মাণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও তাদের সন্তানাদির বিনাবেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টিতে  প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। গরিব অসহায় ও দুস্থদের মাঝে নগদ আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে উক্ত প্রতিষ্ঠানের ব্যাপক কার্যক্রম রয়েছে। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন ও মাসিক বৃত্তি প্রদান, বিনাবেতনে অধ্যয়নের সুযোগ এবং প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এছাড়াও শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যথাযথ পৃষ্ঠপোষকতা এবং সামাজিক অঙ্গনে বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ উপযুক্ত ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার প্রদানের মাধ্যমে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন মানবকল্যাণমূলক কাজে উৎসাহ প্রদান করে থাকে।
 

মানুষকে ভালোবাসা ও মানবসেবার মতো মহৎ কাজ দুনিয়াতে আর একটিও নেই

Ragib Ali

দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলীপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

মানুষের জন্য কাজ করার মাঝেই আমি আনন্দ খুঁজে পাই

Rabeya Khaton

মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীসহ-প্রতিষ্ঠাতা

রাগীব রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠান সমূহ