বরকল রাগীব-রাবেয়া কলেজ

বরকল, রাঙ্গামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত বরকল একটি উপজেলা। এই উপজেলায় কয়েকটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সরকারি কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। তাছাড়া এই উপজেলায় কোনো কলেজ না থাকায় মাধ্যমিক পাশের পর দারিদ্র্যতার কারণে অধিকাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে পারে না। তাই অত্র এলাকায় একটি কলেজ স্থাপনের জন্য রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী সার্বিক সহযোগিতার উদারহস্ত প্রসারিত করেন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক অর্থায়নে ২০১৩ সালে ‘‘বরকল রাগীব-রাবেয়া কলেজ’’ নামক এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়।
 
ভূমির পরিমাণ : ৩.৬০ (তিন একর ষাট শতাংশ)
 
নির্বাহী কমিটি :
জনাব দানবীর ড. রাগীব আলী             -সভাপতি
জনাব সন্তোষ কুমার চাকমা                  - সদস্য
শ্যামরতন চাকমা                               - সদস্য
জ্ঞান তালুকদার                                 -সদস্য
নৈচিং রাখাইং, অধ্যক্ষ                         - সদস্য সচিব
 
গ্রন্থাগার : বিদ্যালয়ে পর্যাপ্ত বইসহ একটি লাইব্রেরী রয়েছে।
 
সুযোগ-সুবিধা :
১। অভিজ্ঞ অধ্যক্ষ ও অধ্যাপক মন্ডলী দ্বারা পরিচালিত।
২। সেমিস্টার পদ্ধতিসহ টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদানের উন্নত ব্যবস্থা। 
৩। রাজনীতি ও ধুমপানমুক্ত লেখাপড়ার পরিবেশ।
৪। উন্নত যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি।
৫। গ্রন্থ সমৃদ্ধ লাইব্রেরী।
৬। পর্যাপ্ত সামগ্রীসহ খেলাধুলার ব্যবস্থা।
৭। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক অনুদান ও বৃত্তির ব্যবস্থা।
৮। প্রয়োজনে ছাত্রছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহের ব্যবস্থা।
৯। এ প্রতিষ্ঠানটি পাঠ্যক্রমিক বিষয়াদি ছাড়াও সহপাঠ্য ক্রমিক বিষয়েও অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, নবীন বরণ, এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, রবীন্দ্র  জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহান একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।  
 
ছাত্রছাত্রী : ১২৩ জন
 
শিক্ষক : ১২ জন