হজ্ব প্রোগ্রাম

দানবীর ড. রাগীব আলী প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশন প্রতি বছর গরিব ও অসচ্ছল মুসলমানদের হজ্বব্রত পালনের ব্যবস্থা করে থাকে। হজ্বব্রত পালনে আগ্রহী গরিব ও অসচ্ছল মুসলমানদের আবেদনের প্রেক্ষিতে তাদের মধ্য হতে ফাউন্ডেশন কর্তৃক বাছাইকৃত ব্যক্তিগণকে হজ্বব্রত পালনের জন্য প্রেরণ করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন নিজ খরচায় এ সকল হজ্বযাত্রীদের যাবতীয় ব্যয়ভার বহন করে থাকে।


হাজীদের তালিকা(২০১৯)


হাজীর নামঠিকানাছবি
বীরমুক্তিযোদ্ধা বাচ্ছু মিয়াছত্তিশ, ফেঞ্চুগঞ্জ, সিলেট
মো: ওয়াহিদুজ্জামান শেখখাল যোগানিয়া, যোগানিয়া, কালিয়া, নড়াইল
বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলামউপরগ্রাম, হাদারপার, গোয়াইনঘাট, সিলেট
বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমানকটালপুর, রেঙ্গা হাজীগঞ্জ, ফেঞ্চগঞ্জ, সিলেট
মৌলানা মাহফুজার রহমানকাল দাশপাড়া, কাটাপাড়া, বুড়াবুড়ি-৫০৩০, তেতুলিয়া, পঞ্চগড়
মো: ইলিয়াস হোসেন৫১ রাজারগলি, সিলেট-৩১০০, সিলেট
হাফিজ সুলতান মাহমুদগোয়াবাড়ী জামে মসজিদ, গোয়াবাড়ী, বহ্মণছড়া, সিলেট
মাওলানা ফিরোজ আলীনিয়াগুল, বিয়াবাইর, মুন্সিপাড়া, জকিগঞ্জ, সিলেট
আখদ্দস আলীনভাগ, কামালবাজার-৩১১২, দক্ষিণ সুরমা, সিলেট
মো: আব্দুর রহমানবলরামের চক, বিয়াবাইল-৩১৯০, মুন্সিপাড়া, জকিগঞ্জ, সিলেট
মো: আব্দুল আউয়াল খান৪১/১৫ নুরানী, বানিয়া, মহল্লা, সিলেট-৩১০০, সিলেট
আঞ্জব আলীবটেরগাঁও, কামালবাজার-৩১১২. দক্ষিণ সুরমা, সিলেট
হাবিবুর রহমান তালুকদাররাধানগর রোড, দিরাই, চান্দপুর-৩০৪০, দিরাই, সুনামগঞ্জ
ফিরুজুল ইসলাম চৌধুরী৪৭৮ মহলুম সুনাম, শায়েস্তাগঞ্জ-৩৩০১, হবিগঞ্জ
আব্দুল ওয়াহিদউপর হাজরাই, মোল্লাগাঁও- ৩১০০, দক্ষিণ সুরমা, সিলেট