রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টার ট্রাস্ট

মাজবন্দ, জকিগঞ্জ, সিলেট

রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টারের জন্য সাহায্য সহযোগিতা ছাড়াও অপরাপর উন্নয়নের লক্ষ্যে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর উক্ত ট্রাস্ট গঠন করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর একক প্রচেষ্টায় ও মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ‘রাগীব-রাবেয়া রিসার্চ সেন্টার ট্রাস্ট’ প্রতিষ্ঠা করা হয়।
 
ট্রাস্টি বোর্ড 
১. ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২. জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩.  জনাব রাফে হাই - সদস্য
৪. জনাব আব্দুল কাদির - সদস্য
৫. জনাব আব্দুল হান্নান - সদস্য
৬. প্রতিনিধি, রাগীব রাবেয়া রিসার্চ সেন্টার - সদস্য (পদাধিকার বলে)
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য
১. রাগীব-রাবেয়ার জীবন কর্ম অনুসরণের মাধ্যমে বৃহত্তর সিলেটের শিক্ষা সংস্কৃতি ও আর্তমানবতার কল্যাণে কাজ করা। 
২. “রাগীব-রাবেয়া শিক্ষা বৃত্তি” প্রদান।
৩.  একটি অত্যাধুনিক পাবলিক লাইব্রেরী গঠন।
৪. সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে যুব সমাজকে অপসংস্কৃতি ও অসামাজিক কার্যকলাপ পরিহার করে সুষ্ঠু-সুন্দর সমাজ গঠনে গণসচেতনতা সৃষ্টি করা। 
৫. সমাজের উন্নয়নমূলক কাজে স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করে জাতীয় উন্নয়নে অবদান রাখা।
৬.  প্রতিভা অণ্বেষণ, লেখক সৃষ্টি, বই ও ম্যাগাজিন প্রকাশ, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, নিরক্ষরতা দূরীকরণ, যৌতুক পরিহার এবং বিভিন্ন জনহিতকর কাজে ছাত্রছাত্রী ও যুব সমাজকে অনুপ্রাণিত করা। 
৭.  গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন অনুদান বা মাসিক বৃত্তি প্রদান। 
৮.  সভা, সেমিনার, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
৯. জাতীয় ও ধর্মীয় বিভিন্ন দিবসসমূহ যথাযথভাবে পালন। 
১০. সিলেট বিভাগের শিক্ষিত ছাত্রছাত্রী/বেকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা।
১১. অস্বচ্ছল কর্মচারীকে জরুরী প্রয়োজনে আর্থিক অনুদান প্রদান।