রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাস্ট

সিলেট প্রধান ডাকঘর, সিলেট

সিলেট প্রধান ডাকঘর, সিলেটের কর্মচারীদের জন্য সাহায্য সহযোগিতা ছাড়াও অপরাপর উন্নয়নের জন্য ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর উক্ত ট্রাস্ট গঠন করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর একক প্রচেষ্টায় ও মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ‘রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়।
 
ট্রাস্টি বোর্ড 
১. ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২. জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩.  জনাব রাফে হাই - সদস্য
৪. জনাব আব্দুল কাদির - সদস্য
৫. জনাব আব্দুল হান্নান - সদস্য
৬. প্রতিনিধি, সিলেট প্রধান ডাকঘর, সিলেট - সদস্য (পদাধিকার বলে)
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য
১. ডাকঘরের কর্মচারীদের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সংরক্ষণ কাজে সহায়তা প্রদান। 
২. ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা ইত্যাদি পরিশোধে সংকট সৃষ্টি হলে ট্রাস্ট হতে সহায়তা প্রদান।
৩. অস্বচ্ছল কর্মচারীকে আর্থিক অনুদান প্রদান।
৪. পর্যাপ্ত তহবিল থাকা সাপেক্ষে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন প্রণিত নীতিমালা অনুযায়ী ১০ (দশ) বছর চাকুরী সমাপ্তকারী কর্মচারী অবসরে গেলে গ্র্যাচুইটি প্রদান।
৫. গরিব কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান।