রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ট্রাস্ট

লামাকাজী, বিশ্বনাথ, সিলেট

রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ট্রাস্ট, লামাকাজী, বিশ্বনাথ, সিলেট এর শিক্ষক, ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধন এবং স্থাাপিত বিদ্যালয় এলাকায় শিক্ষার উন্নয়েন অবদান রাখার উদ্দেশে ২৬ ডিসেম্বর ২০০০ ইংরেজি তারিখে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর একক প্রচেষ্টায় ও মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই ট্রাস্ট গঠন করা হয়।
 
ট্রাস্টি বোর্ড 
১. ড. রাগীব আলী - আজীবন সভাপতি
২. জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩.  জনাব রাফে হাই - সদস্য
৪. জনাব আব্দুল কাদির - সদস্য
৫. জনাব আব্দুল হান্নান - সদস্য
৬.  প্রধান শিক্ষক, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় - সদস্য (পদাধিকার বলে)
৭. সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য-সচিব (পদাধিকার বলে)
 
ট্রাস্টের উদ্দেশ্য
১. শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইত্যাদি পরিশোধে সংকট সৃষ্টি হলে ট্রাস্ট হতে সহায়তা প্রদান।
২. বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের অবসরকালীন “গ্র্যাচুইটি” প্রদান।
৩.  আর্থিকভাবে অসচ্ছল শিক্ষক কর্মচারীদের অনুদান প্রদান। 
৪. বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনুদান বা ভর্তুকি প্রদান। 
৫. মেধাবী ও গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান।
৬. ছাত্রছাত্রীদের মেধার বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার জন্য অনুদান প্রদান।