রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল

সোনাসার, জকিগঞ্জ, সিলেট

দানবীর ড. রাগীব আলী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সোনাসার নামক স্থানে ২০১৪ সালে রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেন। অত্র অঞ্চলে এই হাসপাতালটি প্রতিষ্ঠার পূর্বে গরিব অসহায় ও ছিন্নমূল মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হতো। চিকিৎসার প্রয়োজনে মানুষকে ছুটতে হতো দূরবর্তী ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট-এ। ফলে মুমূর্ষু রোগীরা নানা দুর্ভোগের শিকার হতো। গণমানুষের কল্যাণের কথা চিন্তা করে সুচিকিৎসাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দানবীর ড. রাগীব আলী অত্র অঞ্চলে একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। পরে তার স্বহধর্মিণী মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর অমর স্মৃতিকে চিরজাগরুক করে রাখতে স্ত্রীর নামে তিনি প্রতিষ্ঠা করেন রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল।
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি :
১। ড. রাগীব আলী - সভাপতি
২। জনাব আব্দুল হাই - সহ-সভাপতি
৩। জনাব আব্দুল কাদির - সদস্য
৪। জনাব আব্দুল হান্নান - সদস্য
৫। অধ্যক্ষ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল - সদস্য (পদাধিকার বলে)
৬। প্রতিনিধি, রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল - সদস্য (পদাধিকার বলে)
৭। সচিব, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন - সদস্য সচিব (পদাধিকার বলে)