রাবেয়া বানু জেনারেল হাসপাতাল

রাগীবনগর, সিলেট

১৯৯৪ সালের ০১ জানুয়ারি  দানবীর ড. রাগীব আলী সিলেটের রাগীবনগরে ‘রাবেয়া বানু জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন। এ হাসপাতাল প্রতিষ্ঠার পূর্বে অত্র অঞ্চলের গরিব ও সাধারণ মানুষকে চিকিৎসার জন্য অনেক দুর্ভোগ পোহাতে হতো। মানুষকে জরুরী চিকিৎসার জন্য সুদূর সিলেটে যেতে হতো। তাই সাধারণ জনগোষ্ঠীর ভোগান্তি লাঘবের জন্য ও সহজলভ্য চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দানবীর ড. রাগীব আলী অত্র অঞ্চলে রাবেয়া বানু জেনারেল হাসপাতালটি স্থাপন করেন। 
 
উক্ত প্রতিষ্ঠানে সার্বক্ষণিক কর্মরত কর্মকর্তা ও কর্মচারী :
১। চিকিৎসক - ৩ জন
২। ল্যাব এসিস্ট্যান্ট - ১ জন
৩। রেডিওলজি টেকনিশিয়ান - ১ জন
৪। রিসিপসনিস্ট - ১ জন
৫। এম.এল.এস.এস - ২ জন
৬। ক্লিনার - ২ জন
৭। গার্ড - ৩ জন
 
সেবাসমূহ :
আউটডোর ফ্যাসিলিটিজ :
১। ২০টাকা টিকেটের বিনিময়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা।
২। গরিব ও অসহায় রোগীদের হাসপাতালে ডিসপেনসারী থেকে বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
 
পরীক্ষাগারে সুবিধাসমূহ :
১। উক্ত হাসপাতালে হেমাটোলজিক্যাল এবং বায়োক্যামিক্যাল নামে আলাদা দুটি ল্যাব রয়েছে। 
২। এক্স-রে, ইসিজি এবং প্যাথলজিক্যাল সকল প্রকার পরীক্ষা-নীরিক্ষা করা হয়। 
 
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে সর্বোপরি আধুনিক চিকিৎসার মানদণ্ডে উক্ত হাসপাতালটি যুগোপযোগী সেবার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।