রাগীব-রাবেয়া হাইস্কুল ও কলেজ

লামাকাজী, বিশ্বনাথ, সিলেট

১৯৯৪ সালের ১ জানুয়ারি লামাকাজী এলাকার জনগণের প্রচেষ্টায় ‘‘রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ’’ যাত্রা শুরু করে। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল ‘লামাকাজী উচ্চ বিদ্যালয়’। একপর্যায়ে বিদ্যালয় পরিচালনায় আর্থিক অসচ্ছলতার দরুণ বিদ্যালয়টি বন্ধ করে দেয়ার উপক্রম হয়। এহেন অবস্থায় অত্র এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয় পরিচালনার ব্যয়ভার বহনের জন্য দানবীর ড. রাগীব আলীর সাথে যোগাযোগ করেন এবং উনার সহযোগিতা কামনা করেন। এলাকাবাসীর অনুরোধ ও আবেদনের প্রেক্ষিতে  দানবীর ড. রাগীব আলী উক্ত বিদ্যালয়ের যাবতীয় ব্যয়ভার বহনের সম্মতি প্রদান করেন। ফলশ্রুতিতে এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে ১৯৯৬ সালের ৬ এপ্রিল বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয়’ নামকরণ করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে প্রতিষ্ঠানটিকে কলেজে রূপদান করা হয় এবং নামকরণ করা হয় ‘‘রাগীব-রাবেয়া হাইস্কুল এণ্ড কলেজ’’। 
 
ভূমির পরিমাণ : ১.২৪ (এক একর চব্বিশ শতাংশ)
 
পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি :
মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী - সভাপতি 
মো: রইছ উদ্দিন - শিক্ষানুরাগী সদস্য
মো: বশির উদ্দিন - অভিভাবক সদস্য
মো: ফয়জুল হক - অভিভাবক সদস্য
মো: ছিদ্দিকুর রহমান (মজনু) - অভিভাবক সদস্য
মো: কয়েছ আহমদ (লিলু) - অভিভাবক সদস্য
মোছা: বিলকিছ বেগম - সংরক্ষিত মহিলা ও অভিভাবক সদস্য
গৌতম চন্দ্র সাহা - শিক্ষক প্রতিনিধি
মো: মাসুক মিয়া - শিক্ষক প্রতিনিধি
মো: ছিফত আলী, অধ্যক্ষ - সদস্য সচিব
 
গ্রন্থগার : বিদ্যালয়ে পর্যাপ্ত বইসহ একটি লাইব্রেরী রয়েছে।
 
সুযোগ সুবিধা : 
১। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিনা বেতনে পাঠদান।
২। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে ইংরেজি শেখার বিশেষ সুযোগ সুবিধা।
৩। দুর্বল ছাত্রছাত্রীদেরকে বিশেষ পাঠদানের ব্যবস্থা।
৪।  ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর কম্পিউটার শিক্ষার বিশেষ সুযোগ।
৫।  পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এই তিনটি বিষয় ছাড়াও সাধারণ শাখায় কম্পিউটার, এসএসসি ভকেশন্যাল শাখায় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে ব্যবহারিক শিক্ষা দানের জন্য রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং শপ। 
৬।  এ প্রতিষ্ঠানটি পাঠ্যক্রমিক বিষয়াদি ছাড়াও সহপাঠ্য ক্রমিক বিষয়েও অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, নবীন বরণ, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, রবীন্দ্র  জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহান একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।  
 
ছাত্রছাত্রী : ৯৬৬ জন।
 
শিক্ষকমণ্ডলী : ২২ জন।
 
অর্জন : ২০১৪ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১০৩ জন। পাশ করেছে ৯৫ জন। পাশের হার ৯৭.৮৫%