রাগীব-রাবেয়া কাচালং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার

লংগদু, রাঙ্গামাটি

অপরাপর সীমান্তবর্তী পাহাড়ি এলাকা লংগদু সমতল এলাকার তুলনায় আর্থিক ও সামাজিক বিন্যাসে অনেকটাই পিছিয়ে এবং অনগ্রসর। দানবীর ড. রাগীব আলী রাঙামাটি জেলার লংগদু এলাকার অনগ্রসর এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে অত্র এলাকায় “রাগীব-রাবেয়া কাচালং কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র” নামে একটি শিক্ষায়াতন গড়ে তোলেন। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতা ও একক অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক জানুয়ারি ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ হতে শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন লাভ করে। ২০১৩ সালের ৩০ ফেব্র“য়ারি হতে উক্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়। 
 
ভূমির পরিমাণ : ১ একর
 
পরিচালনা/ ব্যবস্থাপনা কমিটি :
জনাব ড. রাগীব আলী - সভাপতি
জনাব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী - দাতা সদস্য
বাবু মিন্টু চাকমা - প্রতিষ্ঠান প্রধান
রাজনগর জোন কমান্ডার, বিজিবি, রাঙামাটি  - আজীবন সদস্য
জনাব মো: নুরুল ইসলাম - অভিভাবক সদস্য
মোছা: ফিরোজা বেগম - অভিভাবক সদস্য
বাবু জুয়েল কান্তি দে - শিক্ষক প্রতিনিধি
বাবু কৃষ্ণ লাল চাকমা - শিক্ষক প্রতিনিধি
প্রতিনিধি - কারিগরী শিক্ষা বোর্ড
প্রতিনিধি - জেলা প্রশাসক
 
গ্রন্থাগার : আছে
 
সুযোগ সুবিধা :
১।  ৬ মাসের কোর্স (বেসিক) ৩৬০ ঘণ্টা।
২।  এসএসসি ভোকেশনাল ২০১৫ থেকে শুরু। 
৩।  প্রতি মাসে শিক্ষক, অভিভাবক ও গভর্ণিং বডির সদস্যদের সমন্বয়ে আলোচনা সভা।
৪। নিয়মিত মূল্যায়ন পরীক্ষা গ্রহণ।
৫।  রাজনীতি ও ধুমপান মুক্ত লেখাপড়ার পরিবেশ।
৭। এ প্রতিষ্ঠানে পাঠ্যক্রমিক বিষয়াদি ছাড়াও সহপাঠ্য ক্রমিক বিষয়েও অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, রবীন্দ্র  জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহান একুশে ফেব্র“য়ারি, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।  
 
ছাত্রছাত্রী : প্রায় ১০০ জন
 
শিক্ষকমণ্ডলী : ৭ জন
 
অর্জন : ২০১৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ৭৮ জন। পাস করেছে ৫৯ জন। গড় পাসের হার ৮০%