রাগীব-হাসান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

কুমারখালি, কুষ্টিয়া

দানবীর ড. রাগীব আলী এবং অত্র এলাকার জনাব হাসান আলী শেখ মিলে  ১৯৯৮ সালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে প্রতিষ্ঠা করেন-‘রাগীব-হাসান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’। কুষ্টিয়া জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত কুমারখালী উপজেলা সদর। উপজেলা সদর থেকে আরো দুই কিলোমিটার উত্তরে অবস্থিত রাগীব-হাসান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রতি বছর কলেজটি কৃতিত্বপূর্ণ ফলাফল করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে।
 
ভূমির পরিমাণ : ০১ (এক একর)।
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি:
উপজেলা নির্বাহী কর্মকর্তা -সভাপতি
জনাব মো: হাসান আলী শেখ -প্রতিষ্ঠাতা সদস্য
জনাব মসলেম উদ্দিন স্বপন -দাতা সদস্য
জনাব মোহাম্মদ আলী -শিক্ষানুরাগী সদস্য
জনাব ওয়াকিল মুজাহিদ -বিদ্যুৎসাহী সদস্য
সুফিয়া বেগম -বিদ্যুৎসাহী সদস্য
জনাব নুরুজ্জামান -অভিভাবক সদস্য
নাসিমা বেগম -অভিভাবক সদস্য
জনাব মো: সফিউল ইসলাম -শিক্ষক প্রতিনিধি
জনাব মো: রাকিবুজ্জামান -শিক্ষক প্রতিনিধি
জনাব মো: নবীরুল ইসলাম, অধ্যক্ষ -সদস্য সচিব।
 
সুযোগ-সুবিধা :
১। নিরিবিলি পরিবেশে পাঠ দানের সুযোগ
২। রাজনীতি ও ধুমপানমুক্ত লেখাপড়ার পরিবেশ
৩। গ্রন্থ সমৃদ্ধ লাইব্রেরী
৪। পর্যাপ্ত সামগ্রীসহ খেলাধুলার ব্যবস্থা
৫। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক অনুদান ও বৃত্তির ব্যবস্থা
৬। কম্পিউটার ল্যাবের সুবিধা।
৭। এ প্রতিষ্ঠানটি পাঠ্যক্রমিক বিষয়াদি ছাড়াও সহপাঠ্য ক্রমিক বিষয়েও অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, নবীন বরণ, এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, রবীন্দ্র  জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহান একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।  
 
ছাত্রছাত্রী : ২৪০ জন।
 
শিক্ষকমন্ডলী : ১৬ জন।
 
অর্জন : ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল ১০৮ জন। পাশ করেছে ৯৯জন। পাশের হার ৯২%।