জামেয়া ইসলামিয়া রাগীবিয়া

পাঠানটুলা, সিলেট

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এমন এক স্থান যা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই দুর্লভ এবং পরিবেশ বান্ধব তারাপুর চা বাগানের পশ্চিম প্রান্তসীমানায় পাঠানটুলার গোয়াবাড়ির প্রারম্ভেই অবস্থিত দানবীর ড. রাগীব আলী প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসা’। তিনি ১৯৯২ সালে গুয়াবাড়ির বর্তমান জায়গাটিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। তখন মাদ্রাসার ক্লাসসমূহ দুটি অংশে বিভক্ত ছিল। (১) হিফজ বিভাগ, (২) কিতাব বিভাগ। পরবর্তীতে এ দুটি বিভাগ নিয়ে জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসা পুর্ণাঙ্গ রূপ লাভ করে। বর্তমানে মাদ্রাসাটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখার সুযোগ রয়েছে। রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত¡াবধানে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। 
 
ভূমির পরিমাণ: ৪৫ শতাংশ
 
পরিচালনা/ব্যবস্থাপনা কমিটি:
জনাব ড. রাগীব আলী - সভাপতি
জনাব আব্দুল হাই - সহ- সভাপতি
জনাব আব্দুল হান্নান - সদস্য
মেজর (অব:) শায়েখুল হক চৌধুরী - সদস্য
জনাব আতাউর রহমান - সদস্য
জনাব মো: ফজলুর রহমান - সদস্য
জনাব মো: আলতাবুর রহমান - সদস্য
মুহতামিম, জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসা - সদস্য সচিব
 
ছাত্রছাত্রী : ১৫০ জন।
 
শিক্ষকমন্ডলী : ১০ জন।