রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এর সংক্ষিপ্ত ইতিহাস

রাগীব-রাবেয়া ফাউন্ডেশন একটি দাতব্য সংস্থা

 
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ১৯৯৮ সালের ৬ মে একটি ট্রাস্ট দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অব্যবসায়ী, অরাজনৈতিক বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী এবং তাঁর স্ত্রী মহীয়সী নারী মরহুমা বেগম রাবেয়া খাতুন চৌধুরী। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান মানবকল্যাণ এবং সমাজের প্রতিটি উন্নয়নমূলক কাজে অবদান রেখে যাচ্ছে। ফাউন্ডেশনটি অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। যার সিংহভাগ বৃহত্তর সিলেটে অবস্থিত। এসব প্রতিষ্ঠানের জমি এবং ভবন নির্মাণ করতে এর প্রতিষ্ঠাতা নিজের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। এই ফাউন্ডেশন সরকার বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নিকট থেকে কোনো প্রকার আর্থিক সহযোগিতা নেয়নি। যদিও এর প্রতিষ্ঠাতা একটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিংহভাগ শেয়ারের মালিক তবু এই ফাউন্ডেশন কোনো প্রকার ব্যাংকঋণ নেয়নি। প্রতিষ্ঠাতা নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন যে বাংলাদেশের দরিদ্র মানুষ অবহেলা ও বিনা চিকিৎসায় মারা যায় বা পঙ্গুত্বের শিকার হয়। প্রয়োজনীয় অর্থ সাহায্যের অভাবে অনেক সুপ্ত প্রতিভা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ১৯৯৮ সালে একটি ট্রাস্ট দলিলের মাধ্যমে প্রতিষ্ঠার পর মূল দলিলের ১৩ (এফ) ধারা অনুসারে ট্রাস্টিবোর্ড পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কিছু বাক্যের সংকলন, বিলোপন এবং পরিবর্তনের মাধ্যমে ২০০৯ সালের ২০ মে তারিখে সিলেট সাব-রেজিস্ট্রার অফিসে এর হাল নাগাদ ও সংশোধিত দলিল রেজিস্ট্রি করা হয়। ৭ (সাত) জন সদস্য নিয়ে ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। যার মধ্যে প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী উক্ত ট্রাস্টিবোর্ডের সম্মানিত চেয়ারম্যান। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এর রেজিস্ট্রার্ড অফিস সিলেট মধুবন মার্কেটের ষষ্ঠ তলায় এবং যোগাযোগ সম্পাদনকারী অফিস ঢাকার গুলশানে অবস্থিত। ট্রাস্টিবোর্ডের অনুমোদিত আইন দ্বারা কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত কাঠামো দ্বারা ফাউন্ডেশনের দাপ্তরিক কাজ এবং এর অধীনস্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।